
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট।
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার সরকারের এ প্রস্তাব অনুমোদন করেছে।
পার্লামেন্টের ৫৯৮ আইনপ্রণেতার মধ্যে ৪৪৫ জনই অভিযানের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪৬ জন, আর ভোটদানে বিরত ছিল ৭ জন।
এই অনুমোদনের ফলে জার্মানি যে কোন সময় আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে যাচ্ছে।
এর আগে গত মঙ্গলবার চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভা আইএস এর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। শুক্রবার পার্লামেন্টও অনুমোদন করায় হামলায় আর কোন বাধা থাকলো না।
গত মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের অনুরোধে জার্মান চ্যান্সেলর আইএসের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেন। এর পর মন্ত্রীসভায় পাশ এবং সর্বশেষ পার্লামেন্টে পাস হওয়ায় আইএসের বিরুদ্ধে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হল।