অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন । দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সুপ্রিমকোর্ট প্রাাঙ্গণে সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার সকালে বেইলি রোডের সরকারি বাসায় তার মরদেহ আনা হয়। সেখান থেকে সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহটি নিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে রওনা হয়। সেখানে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান আইন মন্ত্রী সহ দীর্ঘদিনের সহকর্মী আইনজীবীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। দীর্ঘ ৪৫ বছর সুপ্রিম কোর্টে আইন পেশায় তিনি নিয়োজিত ছিলেন । সর্বশেষ টানা ১১ বছর দেশের প্রধান আইন কর্মকর্তা- অ্যাটর্নি জেনারেল হিসেবে মাহবুবে আলম দায়িত্ব পালন করেন । তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন।