
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় ডিসেম্বর-২০১৬ থেকে প্রচার শুরু হয়েছে সাপ্তাহিক টেলিফিল্ম। প্রতি বৃহস্পতিবার, রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হচ্ছে সাপ্তাহিক এই টেলিফিল্ম। মেরিল পেট্রোলিয়াম জেলী নিবেদিত এ সপ্তাহের টেলিফিল্ম ‘উত্তমের পকেটে সুচিত্রা’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। এ টেলিফিল্মের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান এবং অপূর্ব। এছাড়াও আছেন আরিফ খন্দকার, মুন্না চৌধুরী প্রমুখ।