
সিনেমার মতো নাটকেও জুটি প্রথা গড়ে উঠেছে বহু আগে। বিশেষ করে কোনো নায়ক বা নায়িকা জনপ্রিয় হলে তার সঙ্গে সহশিল্পী একজন দাঁড়িয়ে যায় জুটি হিসাবে।
নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও তেমনি বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর ও তানজিন তিশা। তবে তটিনী নামে নতুন এক অভিনেত্রীর সঙ্গে তার রসায়ন বেশ জমে উঠেছে। দু’জনে জুটি বেঁধে কাজ করেছেন একাধিক নাটকে। দর্শক সেগুলো পছন্দও করছেন।
তাদের অভিনীত নাটক গেল ঈদে প্রচার হয়। দুটি নাটকই প্রশংসিত হয়েছে। এবারের ঈদে অপূর্ব ও তটিনীকে নিয়ে নাজমুল রনি নির্মাণ করেছেন নাটক ‘রাতের শেষে’। ঈদের তৃতীয় দিন রাত ৭.৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। নিজেদের জুটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘তটিনী সিরিয়াস টাইপের একজন অভিনেত্রী। অভিনয় শেখার আগ্রহ তার প্রবল এবং ভীষণ মনোযোগী।’ তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে এরইমধ্যে কয়েকটি নাটকে কাজ করেছি। তিনি ভীষণ সহযোগিতা করেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখছি-এটাই অনেক বড় প্রাপ্তি।’