
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালের আগে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের জন্য রয়েছে সুসংবাদ। চোট কাটিয়ে চিলির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
চোটে পড়া আরেক খেলোয়াড় নিকোলাস গাইতানকে নিয়ে শঙ্কা থাকলেও পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ডি মারিয়া মাঠে ফেরার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্টিনো।
গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির মিডফিল্ডার দি মারিয়া।
সেমিফাইনালে ফিট থাকলেও ডি মারিয়াকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামানোর ঝুকি নেন নি আলবিসেলেস্তেদের কোচ। যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি।
গত বছর এই চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল লিওনেল মেসিদের।