সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর এবং তাঁর দুই সহযোগী অর্জুন ও রবিউল। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ জিয়াদুর রহমানের আদালতে ১৬৪ ধারায় তাঁরা এই জবানবন্দি দেন। ওই গৃহবধুকে তার স্বামীর গাড়িতে সংঘবদ্ধভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন তারা। এরপর সেই আলামত মুছে ফেলার চেষ্টাও করা হয় বলে জানায় তারা। ৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে এই তিন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এর আগে, গত সোমবার আরো ৫ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালত। আজ এই মামলার অপর তিন আসামি রাজন, আইনুল এবং মুহিবুর রহমান রনিকে আদালতে তোলার কথা রয়েছে।
এদিকে বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনাই প্রমাণ করে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদন করা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার এখনো কোন সিদ্ধান্ত নেননি। এসময় অভিযোগ করা হয়, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে মিয়ানমার।